Wednesday, 4 December 2024 19 Ogrohayon 1431
রাজনীতি
পতিত কর্তৃত্ববাদী সরকার আইন, বিচার ও প্রশাসন বিভাগকে একাকার করেছিল: রিজভী
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 2 November, 2024 at 10:17 PM, Count : 266

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত কর্তৃত্ববাদী সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার, প্রশাসন- সবকিছুকে একাকার করে ফেলেছিল। তিনি আজ শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে উর্দ্ধতন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। 

গত বছরের সেপ্টেম্বরে এসব সাবেক সামরিক কর্মকর্তা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র রাজনীতিতে যোগ দেন। বিএনপি কার্যালয় থেকে জানানো হয়, সাবেক সামরিক কর্মকর্তাদের এই দলে ২০ জন সাবেক কর্মকর্তা ছিলেন। রুহুল কবির রিজভী বলেন,‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিচারকেরা অনেকেই রাজনীতিবিদদের মতো কথা বলেছেন। সাবেক বিচারপতি ‘শামসুদ্দিন মানিক’র কথা শুনে মনে হতো তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সাবেক প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছিলেন গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান। ছাত্রলীগের ছেলেরা গিয়ে ফুল দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন নজির নেই।
 
তিনি বলেন,‘একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, অন্যদিকে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে। এ দ’ুটি বিষয়কে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন। এক দিন দু’দিন পরপরই ঠাকুরগাঁয়ের সীমান্ত, লালমনিরহাটের সীমান্ত, হবিগঞ্জের সীমান্ত রক্তাক্ত হচ্ছে। ফেলানীর মতো অনেক কিশোরীর লাশ কাঁটাতারের ওপর ঝুলেছে। কিন্তু গত সরকার তার একটারও প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। মতবিনিময় সভার উদ্ধৃতি দিয়ে বিএনপি অফিস সূত্রে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তারা রুহুল কবির রিজভীর সাথে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

দেশের প্রয়োজনে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তাদের কাজে লাগানো যেতে পারে বলে এ সকল সাবেক সামরিক কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওরোজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) ছাব্বিরসহ মোট ২০ জন সাবেক সামরিক কর্মকর্তা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।. ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১-১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন: +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪, ই-মেইল: [email protected], [email protected], [email protected], [email protected], www.dailyourbangladeshtimes.com
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১-১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন: +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪, ই-মেইল: [email protected], [email protected], [email protected], [email protected], www.dailyourbangladeshtimes.com
Hit Counter Code